ঢাকামঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:০১
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের হাতে ইবি ছাত্রলীগ নেতা আটক, থানায় সোপর্দ 

সত্যের কন্ঠ
মে ১৩, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
পঠিত: 10 বার
Link Copied!

মানিক হোসেন, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রলীগ নেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) রাত সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত ছাত্রলীগ হলে সাইমুন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক।

 

জানা যায়, ঐ ছাত্রলীগ নেতার পড়াশোনা শেষ হওয়া ক্যাম্পাস সনদপত্র তুলতে আসেন। এসময় শিক্ষার্থীরা খবর পেয়ে রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঘোরাঘুরি করা অবস্থায় তাকে আটক করে। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে তুলে দিলে নিরাপত্তা কর্মকর্তারা তাকে থানায় সোপর্দ করে।

 

এ বিষয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীরা ওই ছেলেকে আমাদের হাতে সোপর্দ করে। আমরা জানতে পেরেছি সে (সায়মুম খান) নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টের নেতা। তাকে ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত দেখিয়ে আগামীকাল তাকে কোর্টে চালান করা হবে।

 

এদিকে ঐ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ক্যাম্পাসে থাকা অবস্থায় শিক্ষার্থীদের উপর হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে। সর্বশেষ গতবছরের জুলাই আন্দোলনের আগে জুনে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খায়রুল ইসলামকে আনাস হলের (পূর্বের শেখ রাসেল হল) ছাদে ডেকে নিয়ে ছাদ থেকে ফেলে প্রাণনাশের হুমকি দেয়াসহ মারধরের  অভিযোগে রয়েছে। এ ঘটনায় ওই সময় ভুক্তভোগী শিক্ষার্থী বিচার চেয়ে প্রক্টরের কাছে অভিযোগ দায়ের করেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।