আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
’বাংলাদেশ আমার অহংকার’, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বাদীর দায়েরকৃত এজাহার অনুযায়ী আসামী মোঃ মাসুদ মিয়া (২০), ভিকটিমকে বিভিন্ন সময় স্কুলে যাওযার পথে, সাক্ষাতে এবং মোবাইল ফোনে প্রেম ভালবাসার কথা বলে বিরক্ত করে। ৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ সময় অনুমান সকাল ৭.৪৫ মিনিটের সময় ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে আসামী মোঃ মাসুদ মিয়া (২০), তার সহযোগিরা সবসময় আমি ভিকটিমকে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন কচুয়ারপাড় বাজার হতে জোরপূর্বক অপহরণ করে। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
উক্ত ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় । পরবর্তীতে বিষয়টি র্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং র্যাব-৪, সিপিসি-২ সাভার ক্যাম্পের নজরে আসলে আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় নিশ্চিত হয়। এরই ধারাবাহিকতায় ১৮ এপ্রিল ২০২৫ ইং সময় আনুমানিক সন্ধ্যা ৭:০০ টার সময় র্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং র্যাব-৪, সিপিসি-২ সাভার ক্যাম্পের এর অভিযানিক যৌথদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ মাসুদ মিয়া (২০), পিতাঃ মৃত মোশারফ হোসেন, সাং-পূর্ব জগতবেড়, থানা-পাটগ্রাম, জেলা-লালমনিরহাট’কে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকা হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।