ঢাকাবৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৬
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি সেনাবাহিনীতে সৈন্য সংকট

সত্যের কন্ঠ
এপ্রিল ২৭, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ
পঠিত: 9 বার
Link Copied!

সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সতর্ক করে বলেছেন, গত দেড় বছর ধরে গাজা, পশ্চিম তীর, জর্ডান ভ্যালি, লেবানন, সিরিয়া ও সিনাইয়ে চলমান যুদ্ধের কারণে ইসরায়েলি সেনাবাহিনীতে তীব্র সৈন্য সংকট দেয়া দিয়েছে। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে নাফতালি বেনেট বলেন, ‘আমাদের কখনও এতোগুলো সীমান্ত সামলাতে হয়নি। বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীতে ২০ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে। ক্রমশ এই সঙ্কট আরও প্রকট হচ্ছে’।

বেনেট ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানান, অতি-অর্থোডক্স হরেদি (যারা কঠোরভাবে ইহুদি ধর্মীয় আইন পালন করে) ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। সেই সাথে, বেতনের পাশাপাশি আরও সবিধা দিতে হবে। এমনটি হলে অন্যান্য রিজার্ভ সৈন্যদের ওপর চাপ কমাতে সাহায্য করবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে, ইসরায়েলের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে অতি-অর্থোডক্স পুরুষদের সেনাবাহিনীতে নিয়োগ বাধ্যতামূলক। ঐতিহাসিক রায়ে সিদ্ধান্ত নেয়া হয় যে দীর্ঘদিনের পুরনো প্রথা বাতিল করা হয়েছে, যার অধীনে ইহুদি ধর্মীয় শিক্ষার্থীরা সামরিক নিয়োগ থেকে অব্যাহতি পেত।

এই রায়ের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনী ৩৩৮ জন অতি-অর্থোডক্স ইহুদিকে নিয়োগ দেয়া হয়েছে। তবে, এখনও হরেদি পুরুষরা সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে অনিচ্ছুক। তাই ইসরায়েলি সামরিক বাহিনীতে দেখা দিয়েছে সেনা সঙ্কট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।