ঢাকারবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:১০
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে চিকিৎসকদের অনীহার কারণে বৈকালিক সেবা বন্ধ

সত্যের কন্ঠ
মে ১০, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
পঠিত: 5 বার
Link Copied!

নিজস্ব প্রতিনিধি, আনোয়ার হোসেন:

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক চিকিৎসকদের কারণে সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অথচ সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা দিতেন গত দুই বছর আগে থেক বৈকালিক সেবা চালু করা হয়েছিলো। অভিযোগ উঠেছে, ব্যক্তিগত চেম্বারে বাণিজ্যের ধান্দায় কতিপয় চিকিৎসক স্বৈরাচার সরকারের সিদ্ধান্ত না মানার অজুহাত দেখিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এতে করে  বিপদে পড়েছেন হতো দরিদ্রো সাধারণ রোগীরা।

জানা গেছে,গত ২০২৩ সালের ১৩ জুন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনকরা হয়। বৈকালিক স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয়ের সুবিধা যুক্ত করা হয়। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৪২ চিকিৎসক সরকার নির্ধারিত মূল্যে চিকিৎসা ও রোগীর পরীক্ষা-নিরীক্ষায় হাসপাতালের প্যাথলজিও বিভাগ স্বল্পমূল্যে সেবা দিয়ে আসছিলেন।

এরই মধ্যে মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন ছয়জন, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ একজন, নেফ্রোলজি বিশেষজ্ঞ একজন, কার্ডিওলজি বিশেষজ্ঞ তিনজন, রিওমাটোলজি বিশেষজ্ঞ একজন, সাইকিয়াট্রি বিশেষজ্ঞ একজন, অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ তিনজন, সার্জারি বিশেষজ্ঞ চারজন, নাক, কান  গলা বিশেষজ্ঞ তিনজন, সাতজন গাইনি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ ছয়জন এবং চর্ম ও যৌন বিশেষজ্ঞ ছয়জন চিকিৎসক ছিলেন। অল্প টাকায় পরামর্শ দিয়ে সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা গ্রহণ করেছিলেন। কিন্তু কার্যক্রমটি বন্ধ হয়ে যাওয়ার কারণে হতো দরিদ্রো সাধারণ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েছে।

সূত্র জানায়, গত কয়েক মাস ধরে হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবা দায়িত্বরত চিকিৎসক গন ঠিকমতো  হাসপাতালের চেম্বারে আসছিলেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।