ঢাকাবুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:২২
আজকের সর্বশেষ সবখবর

“হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আজিজুল ইসলাম চৌধুরী কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম”

সত্যের কন্ঠ
জানুয়ারি ২, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
পঠিত: 44 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার মামলা নং- ২১(১১)১৪ ধারা-৩৬৪/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আজিজুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল গত ১ জানুয়ারি ২০২৫ ইং তারিখে আনুমানিক ৮:১০ মিনিটের সময় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আজিজুল ইসলাম চৌধুরী (৪৪), পিতা- গোলাম আকবর চৌধুরী, সাং- ইসলামপুর, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১০ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।