স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন তার পদ থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (৯ ডিসেম্বর) তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মোহাম্মদ আবদুল মোমেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে পারেন। এ কারণেই তিনি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
এর আগে, গত ১৭ আগস্ট আবদুল মোমেনকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ১৮ আগস্ট তিনি এই পদে যোগদান করেন।
প্রসঙ্গত, ৫ আগস্টের পর প্রশাসনে পরিবর্তনের সময় আলোচিত শীর্ষ কর্মকর্তাদের একজন ছিলেন ড. মোহাম্মদ আবদুল মোমেন। তাকে খুঁজে এনে জননিরাপত্তা বিভাগের দায়িত্ব দেওয়া হয়। তার সঙ্গে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
ড. মোহাম্মদ আবদুল মোমেন ১৯৮২ সালের বিসিএস (বিশেষ) প্রশাসন ক্যাডারে যোগদান করেন এবং ঢাকার জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন।