ঢাকাবুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৪০
আজকের সর্বশেষ সবখবর

স্প্যানিশ সুপার কাপ ফাইনাল: বার্সার দুর্দান্ত জয়

সত্যের কন্ঠ
জানুয়ারি ১৩, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ
পঠিত: 72 বার
Link Copied!

শেষ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ৪-১ ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনাকে। তবে এবারের ফাইনালে বদলে গেল দৃশ্যপট। রোববার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচে ৫-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা ঘরে তুলেছে বার্সা।

প্রথমার্ধেই ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। ইয়ামাল, লেভানদোভস্কি, রাফিনিয়া ও বালদে গোল করেন। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করেন রাফিনিয়া। রিয়ালের পক্ষে এমবাপ্পে ও রদ্রিগো গোল করলেও ম্যাচের নিয়ন্ত্রণে থাকতে ব্যর্থ হয় তারা।

এ জয়ে রেকর্ড ১৫তম স্প্যানিশ সুপার কাপ শিরোপা ঘরে তুলল কাতালানরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।