ঢাকাবৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৩
আজকের সর্বশেষ সবখবর

সরকার বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

সত্যের কন্ঠ
জুলাই ১, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
পঠিত: 157 বার
Link Copied!

সরকার মানুষের কল্যাণে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (১ জুলাই) দুপুরে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোটারি ক্লাবের ডিসট্রিক্ট ইয়ার লঞ্চিং অনুষ্ঠানে যোগদানের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বলেন, আমরা চেষ্টা করছি যেন কোনো সিন্ডিকেট কাজ না করতে পারে। তারপরও এটা তো অনেক বছরের পুরনো; যার ফলে কিছুটা সময় লাগছে। তবে আমরা চেষ্টা করছি।

বগুড়ায় রোটারি ক্লাবের ডিসট্রিক্ট ইয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কাঁচা মরিচের উৎপাদন কিংবা এর দাম বৃদ্ধি নিয়ে কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। যেহেতু বাজারে দাম বেড়ে গেছে, তাই সরকার বিদেশ থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, রোটারি ক্লাব মানুষের জন্য সারা বিশ্বে রোগ ও ক্ষুধার বিরুদ্ধে লড়াই করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।