বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব মেডিকেল রিপোর্ট শুক্রবারের মধ্যে পাওয়া যাবে। সোমবার (১৩ জানুয়ারি) তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, লিভার ট্রান্সপ্লান্ট, হেপাটোলজি কনসালটেন্টসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করছেন। রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। তবে রিপোর্ট ছাড়াই যেসব বিষয়ে সিদ্ধান্ত জরুরি, সেগুলো নিয়ে চিকিৎসকরা আলোচনা করে ব্যবস্থা নেবেন।
জাহিদ হোসেন আরও জানান, চিকিৎসাধীন অবস্থাতেও খালেদা জিয়া দেশের খবর রাখছেন এবং দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।