ঢাকাবৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:০১
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ১০ জন

সত্যের কন্ঠ
মে ১৪, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
পঠিত: 25 বার
Link Copied!

আনোয়ার হোসেন,যশোর জেলা প্রতিনিধি :

যশোর-বেনাপোল মহাসড়কে চারা বটতলা এলাকায় এক সড়ক দুর্ঘটনা ঘটে যশোর বেনাপোল রোডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বাহী বাস খাদে উল্টে ১০জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৪ই মে) বেলা ১২টার দিকে নাভারণ বাজারের কাছে, চারা বটতলায় এই বাস দুর্ঘটনায় আহতরা প্রথমে নাভারন হেলথ কমপ্লেক্সে আসেন। তাদের এখানে জরুরি চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান দুর্ঘটনায় আহতদের প্রথমে জরুরি চিকিৎসা সেবা নিজেগিয়ে খোজ খবর নিয়েছেন।

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, যশোর থেকে ছেড়ে আসা যাত্রী নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল লোকাল বাসটি। এই সময় যশোর-বেনাপোল মহাসড়কের চারাবটতলা এলাকায় অপর দিক থেকে আসা পরিবহন কে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে পাসের খাদে উল্টে পড়ে। এতে ৮ থেকে ১০ জন আহত হন। যাত্রীদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।