ঢাকারবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৭
আজকের সর্বশেষ সবখবর

যশোর ৩৩ মামলা ১৫ টি ওয়ারেন্টভুক্ত ছদ্মবেশ ধারণকারী আসামি গ্রেফতার

সত্যের কন্ঠ
মে ৭, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ
পঠিত: 19 বার
Link Copied!

নিজস্ব প্রতিনিধি,আনোয়ার হোসেন:

যশোর ডিবি পুলিশ এক অভিযান চালিয়ে ৩৩ মামলার আসামি, ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত কাজী তারেক ওরফে তরিকুল ইসলাম কে (৫২) গ্রেফতার করেছে। আজ বুধবার বেলা ১২ টার দিকে যশোর সদর শহরের খড়কি পূর্বপাড়া (কলেজ গেট) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

আজ বেলা টা ৩০ মিঃ এর  দিকে যশোর জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই- আলম সিদ্দিকী এই তথ্য জানায়।

পুলিশ জানান, যশোর জেলা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৩৩ মামলা ও ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত ছদ্মবেশী ধারণকারী কাজী তারেক কে গ্রেফতার করা হয়েছে। আসামির নামে খুন, অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য, চোরাচালান সহ ৩৩টি মামলা ও ১৫ টিতে ওয়ারেন্ট রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে অস্ত্র-মাদক, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করে আসছিলো।গ্রেফতার কাজী তারেক যশোর সদর শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকার পিয়ারু কাজীর ছেলে। গ্রেফতার আসামি কে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।