নিজস্ব প্রতিবেদক.আনোয়ার হোসেন:
যশোর সক্রিয় করা হচ্ছে গ্রাম আদালত। গত এক বছরে ২ হাজার ২ শত ১৪টি মামলা দায়ের হয়েছে। এরমধ্যেনিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ২১১৭টি। অর্থাৎ ৯৫ দশমিক ৬২ ভাগ মামলা নিষ্পত্তি হয়েছে। এইসময়ে আদালতেরমাধ্যমে দুই কোটি ঊনষাট লক্ষ তের হাজার নয়শত সত্তর টাকা ক্ষতিপূরণ আদায় ও ক্ষতিগ্রস্ত পক্ষকে দিয়েছেনআদালত।
এদিকে, উচ্চ আদালতের মামলার জট কমানোর লক্ষ্যে সরকার গ্রাম আদালতকে সক্রিয়করণ করছে। অথচ গ্রাম আদালত সম্পর্কে মানুষ জানে না। মানুষের মধ্যে ব্যাপক প্রচারণা বৃদ্ধির জন্য সমন্বয় সভা করা হচ্ছে বলে জানিয়েছেন যশোর জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান। সর্বশেষ গত (৪ঠা মে) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সভা হয়েছে।
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল আহাদ বলেন, বাংলাদেশে প্রচলিত আদালতে বিচারকের সংখ্যা সীমিত এবং মামলার পরিমাণ অনেক বেশি। এই সীমিত সংখ্যক বিচারকের পক্ষে এত মামলা নিষ্পত্তি করা অত্যন্ত সময় সাপেক্ষ। সেক্ষেত্রে গ্রাম আদালত সক্রিয় করা গেলে কম সময়ে, স্বল্প খরচে হয়রাণী মুক্ত হয়ে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি হবে। এ জন্য গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরী। এজন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিদের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সমাজের মানুষকে সচেতন করবেন।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের যশোর ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাড. মহিতোষ কুমার রায় এই সভায় বলেন, প্রকল্প শুরুর পর ফেব্রুয়ারি ২০২৪ থেকে মার্চ ২০২৫ যশোর জেলায় গ্রাম আদালতে মামলা দায়ের হয় ২২১৪টি।