কারও প্রেসক্রিপশনে এ দেশে নির্বাচন হবে না। সুষ্ঠু ভোটের স্বার্থে পরামর্শ নেয়া হতে পারে কিন্তু কারো নির্দেশ বা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য নয়।
রোববার (২ জুলাই) সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আরও জানান, তারা আন্দোলন-নির্বাচনে ব্যর্থ। শুনেছি তারা ৩৬ দলের রূপরেখা একদফা আন্দোলন করবে। সেটি এখনো শুরু হয়নি। শুরু হতে হতে কত দল এখান থেকে কেটে পড়ে সেটা দেখার বিষয়। কত দল শেষ পর্যন্ত থাকে সেটি দেখার বিষয়। আমরা খবর পেয়েছি, ৩৬ পার্টির মধ্যে দরকষাকষি চলছে ক্ষমতার ভাগাভাগিতে কে কি পাবে। কিন্তু আমরা কারো নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকব, সেটি ভাবার কারণ নেই। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অন্যান্য দেশের মতো নির্বাচনকালীন সরকারের অধীনে ভোট হবে। বিদেশিরা নির্বাচন ইস্যুতে মত দিচ্ছেন। আমরা কথা শুনছি, কথা আমরা শুনব এবং পরামর্শও নেব।