বিএনপি চায় এবছরের মাঝামাঝিতে নির্বাচন, দেশের বৃহত্তর স্বার্থে বিলম্বের প্রয়োজন নেই—এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভোট যত বিলম্বিত হচ্ছে, ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়ছে।
সোমবার (১৩ জানুয়ারি) দলের স্থায়ী কমিটির বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর চলতি বছরের জুলাই-আগস্টে নির্বাচন করা সম্ভব।
এ সময় তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। তিনি বলেন, তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার করলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে, তবে যে বিচার শুরু হয়েছে তা অব্যাহত থাকবে।
সীমান্ত ইস্যুতে সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করে মির্জা ফখরুল সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন দলের পক্ষ থেকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।