ঢাকাবুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৬
আজকের সর্বশেষ সবখবর

ফের টাইব্রেকারে জিতলো মেসির মায়ামি

সত্যের কন্ঠ
জানুয়ারি ৩০, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ
পঠিত: 58 বার
Link Copied!

নতুন বছরে এ পর্যন্ত দুইটি প্রীতি ম্যাচ খেলেছে মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামি। মেক্সিকোর ক্লাব আমেরিকাকে টাইব্রেকারে হারিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করা লিওনেল মেসির দল এবার মুখোমুখি হয়েছিল পেরুর ইউনিভারসিতারিও’র। এবারও ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। আগেরবারের মতো এবারও জয় মেসি-সুয়ারেজদের।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লিমার এস্তাদিও মনুমেন্তাল ‘ইউ’তে প্রীতি ম্যাচে ইউনিভারসিতারিওকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

ম্যাচের বেশিরভাগ সময়জুড়ে বল দখলে ছিল মায়ামির। তবে প্রতিপক্ষের ৭ কর্নারের বিপরীতে তারা কর্নার আদায় করে ৫টি। সমান ২টি করে হলুদ কার্ড দেখে দু’দল। একাধিক আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।