আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় একটি রুমের ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ৬ মার্চ ২০২৫ ইং তারিখে আনুমানিক ৪:০০ টার সময় র্যাব-৭, চট্টগ্রামের একটি অভিযানিক দল বর্ণিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ০১। মোঃ সরোয়ার উদ্দিন (৩৫), পিতা-সিরাজুল হক, সাং- কল্পলোক আবাসিক, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ মারুফ হোসেন প্রকাশ মানিক (৩৩), পিতা-মৃত দুলু মিয়া, এবং ০৩। মোঃ জামাল উদ্দিন (৩৯), পিতা-মৃত সৈয়দুল হক, উভয় সাং-ওয়াহিজর পাড়া, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামদের আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তাদের হেফাজতে থাকা কালো পলিথিনে মোড়ানো ১টি বিদেশী তৈরী পিস্তল এবং ১টি খালি ম্যাগাজিন উদ্ধার সহ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, তারা পরস্পর যোগসাজোসে বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত আগ্নেয়াস্ত্র অবৈধ ভাবে তাদের হেফাজতে রাখে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।