ঢাকাবুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৯
আজকের সর্বশেষ সবখবর

নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় নিষিদ্ধ ফেডারেশনের সভাপতি

সত্যের কন্ঠ
জানুয়ারি ১৮, ২০২৫ ১:২০ অপরাহ্ণ
পঠিত: 55 বার
Link Copied!

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়।

ঘটনাস্থলে দেখা যায়, সাত তলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগার পর তা ষষ্ঠ ও সপ্তম তলায় ছড়িয়ে পড়েছে। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

পানি সংকটের কারণে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। পরে ওয়াসা থেকে পানির গাড়ি আনা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি চামড়ার গোডাউন হওয়ায় সেখানে কেমিক্যাল থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডারগুলো সরিয়ে নিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।