প্রতিদিন কোনো না কোনো কারণে বিশ্বের বিভিন্ন দেশে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বাড়ছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল বসনিয়া হার্জেগোভিনার সারায়েভো। এদিন সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করে।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে, যা নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তা জানিয়ে মানুষকে সতর্ক করে।
বায়ুদূষণের তালিকার শীর্ষে থাকা সারায়েভোর স্কোর ছিল ৪৪৬, যা নাগরিকদের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ। তালিকায় দ্বিতীয় স্থানে ৩০৮ স্কোর নিয়ে রয়েছে ঢাকা, যার বাতাসও অত্যন্ত অস্বাস্থ্যকর। তৃতীয় স্থানে আছে ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ২৩২।
একিউআই স্কোরের মান শূন্য থেকে ৫০ হলে তা ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’, এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে গণ্য করা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের বাড়ির ভেতরে থাকতে এবং অন্যদের বাইরে কাজ সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় পাঁচ ধরনের দূষণ উপাদানের ওপর ভিত্তি করে—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।