আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৫ মে ২০২৫ ইং তারিখ ৫:০৫ মিনিটের সময় র্যাব-১৩,সিপিসি-২, নীলফামারী ক্যাম্প এর একটি অভিযানিক দল দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন ৩ নং ফতেজংপুর ইপিজেড এলাকায় রংপুর টু দিনাজপুরগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪০২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মুকুল সরকার (৩৭), পিতা- মৃত ইসলাম, সাং-শ্বাষকান্দর, থানা-সৈয়দপুর, জেলা- নীলফামারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামীকে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।