ঢাকাবুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৩
আজকের সর্বশেষ সবখবর

“গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার”

সত্যের কন্ঠ
মে ৬, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ
পঠিত: 9 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
৫ মে ২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ৫:৪৫ মিনিটের সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানার পিয়ারপুর বাজারে চেকপোস্ট স্থাপন করে ঢাকা হতে আগত ঢাকা মেট্রো-ব-১৫-৪৭২৩ সিরিয়ালের গোল্ডেন লাইন পরিবহনের বাসের ভিতর আসামী ১। মো: সাদ্দাম হোসেন (৩১),পিতা- কফিল উদ্দিন, সাং- গোবিন্দাল (অংশ), থানা- সিংগাইর, জেলা- মানিকগঞ্জ ও ২। মো: শহিদুল ইসলাম (৩০), পিতা- মৃত আ: সালাম, সাং- উত্তর রশিকনগর, থানা- দিঘীনালা, জেলা- খাগড়াছড়ি’দ্বয়ের পায়ের কাছে থাকা ট্রাভেল ব্যাগে ১,৫৫,২৫০/- টাকা মূল্যমানের ৫ কেজি ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক আসামীদ্বয়কে গ্রেফতার করে।প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী।

তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর জেলার কোতয়ালীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।